জাতিসংঘের ১৭ তরুণ নেতার তালিকায় বাংলাদেশের জাহিন

টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি নিয়ে কাজ করেন এমন ১৭ তরুণ নেতা নির্বাচন করেছে জাতিসংঘ। এদের মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের ২২ বছরের তরুণ জাহিন রাজিন।

প্রতি দুই বছর পর পর এভাবে বিশ্বের মেধাবী তরুণদের স্বীকৃতি দেয় জাতিসংঘ। পৃথিবীর বিভিন্ন দেশের ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণরা এই প্রতিযোগিতায় অংশ নেন। টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে যারা কাজ করেন তাদের জন্য বিশ্বের সর্বোচ্চ স্বীকৃত প্ল্যাটফর্ম এটি।

নির্বাচিত ১৭ জনের মধ্যে বাংলাদেশের জাহিন ছাড়াও নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, ভারত, পাকিস্তান, বুলগেরিয়া, কলম্বিয়া, মিশর, আয়ারল্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া, লাইবেরিয়া, নাইজেরিয়া, পেরু, সেনেগাল ও উগান্ডার তরুণরা।

জাতিসংঘের মহাসচিবের যুব বিষয়ক দূত জয়থমা বিক্রমণায়কে পিটিআইকে এই তরুণদের নিয়ে বলেন, এসডিজির জন্য ২০২০ যুব নেতৃত্ব তরুণরা কীভাবে সকলের জন্য আরো টেকসই এবং ভবিষ্যতের গঠনে নেতৃত্ব দিচ্ছে তার একটি সুস্পষ্ট উদাহরণ। করোনার এই সময়ে বিশ্বজুড়ে তরুণরা আরো উন্নতি করতে এবং এসডিজি অর্জনের জন্য উদ্ভাবনী সমাধানগুলো সন্ধানের ক্ষেত্রে দক্ষতা এবং নেতৃত্ব প্রদর্শন করে চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *