গণিত ও পরিসংখ্যান বিষয়ে গ্লাসগো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন জাহিন রোহান রাজিন। সম্প্রতি ‘ইউএন ইয়াং চ্যাম্পিয়ন অব দি আর্থ’ প্রতিযোগিতায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন ২২ বছর বয়সী বাংলাদেশের এই তরুণ। বিস্তারিত জানাচ্ছেন
গোলাম মোর্শেদ সীমান্ত
সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে আছেন পরিবেশসচেতন মেধাবী তরুণ উদ্যোক্তারা, যাঁরা নিজেদের পরিকল্পনা দিয়ে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব রেখে থাকেন। প্রতিবছর ১৮ থেকে ৩০ বছর বয়সী এমন মেধাবী তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে সাতজনকে খুঁজে বের করে পুরস্কৃত করার প্রতিযোগিতা হচ্ছে ‘ইউএন ইয়াং চ্যাম্পিয়ন
অব দ্য আর্থ’।